উত্তম_মূল্যায়ন।
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4tRlOgyT9g4HLEKqo3UlKq7-MGmKUg3NljTwA58LxHvAj4EKM9s1C8VjKwQYbv2fnPbWMNuHxF8T9Bc-mehRkmtHZNl7HHwtSLasZHUaN7aaF57ty2gFNNMsyyT-a_C9NrwhA1tgyzkob/s320/FB_IMG_1610300581871.jpg)
#উত্তম_মূল্যায়ন। 'অমানুষ' ছবির পর বোম্বাইতে উত্তমকুমারের জনপ্রিয়তা বাড়তে থাকে।তখন হিন্দি ছবির অনেক প্রযোজক ও পরিচালকরা উত্তমকুমারকে নিয়ে কাজ করতে আগ্রহী হন।এখন কাজের সুবাদে যেসব পরিচালকরা উত্তমকুমারকে নিয়ে কাজ করতে আগ্রহী হন।এখন কাজের সুবাদে যেসব পরিচালকরা উত্তমের সান্নিধ্যে এসেছিলেন এখানে রয়েছে তাঁদের স্মৃতিচারণ, তাঁদের চোখে অভিনেতা উত্তমের মূল্যায়ন। ভারতীয় সিনেমার ইতিহাস লিখতে গেলে উত্তমকুমারের কথা কেউ বাদ দিতে পারবে না।হিন্দি ছবির জগতে উত্তমের প্রবেশ অস্বস্তি ঘটিয়েছিল ওঁর প্রতিদ্বন্দ্বীদের।হিন্দি ছবিতে উনি যে সাফল্য পাননি, সেটা কিন্তু আসলে হিন্দি ছবিরই লোকসান।। উত্তমকে নিয়ে হিন্দি ও বাংলায় দুটি ছবি করেন শক্তি সামন্ত।ওঁর কথা মনে করে শক্তি বললেন,'উত্তম খুব বড় শিল্পী।ওঁর অকালমৃত্যু বাংলা ছবির পক্ষে খুব বড় আঘাত।কাজ মন দিয়ে করতেন বলে ওঁর সঙ্গে কাজ করে সুখ ছিল।সেটের মধ্যে কোন বন্ধুবান্ধব বা অতিথিদের সঙ্গে কথা বলতেন না।নেহাৎ প্রয়োজন হলে সেটের বাইরে গিয়ে কথা বলতেন।শুটিংয়ে যেন ব্যাঘাত না হয়,এই ছিল ওঁর মনোভাব।বোম্বাইতে, উত্তমকে নিয়ে সমস্যা হলো মারপিটের দৃশ্যে।উনি মারবার ভান ...