Posts

Showing posts from July, 2020

অভিমান!

Image
এভাবে বেঁচে থাকার নামে রোজ রোজ যে দুঃখ গিলছি কই তুমিতো একবার খোঁজও নিলে না । অবশ্য আমি জানি  তোমার ফেইক আইডি, অমুকের মারফত, তমুকের মারফত ঠিকি খোঁজ নিচ্ছো, কষ্ট পাচ্ছ। মহামারি পৃথিবীর সব কিছুকে নাড়িয়ে দিল কিন্তু আমাদের অভিমান! তার কাছে সব কিছু নস্যি। সেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ভালো আছি, ভালো আছি,  অনলাইন, অফলাইন উত্তর দিতে দিতে আমি ভীষণ ক্লান্ত আমি কি সত্যিই ভালো আছি? আমি এভাবে ভালো থাকার  মিথ্যে গল্প আর বয়ে বেড়াতে পারছি না। আমার না হয় ভীষণ জেদ, আমি না হয় ভুল করেছি তুমি তো পারতে রাগ ভাঙাতে, পারতে না?

পরের জন্মে প্রেমিক হয়ো

Image
তুমি প্রেম আর কামনার মাঝের বিস্তর ফারাকটা বোঝোইনি কোনদিন! তুমি শরীর ছুঁয়ে কামনা খুঁজেছো, আমি একটা আঙুল ছুঁয়েও প্রেমের শিহরণে উদ্বেলিত হয়েছি। তুমি আমার শাড়ির ভাঁজে উন্মুক্ত শরীরটুকুই খুঁজেছো, আমি তোমার সাদা পাঞ্জাবীটার প্রেমেই কেবল মজেছি! আমি বৃষ্টির জলে তোমায় জড়িয়ে ভেজার মাঝেই তীব্র ভালোবাসা অনুভব করেছি, আর তুমি বুঝি কেবল বৃষ্টির জলে ভিজে আমার শরীরে লেপ্টে থাকা শাড়ির প্রতিই কামুক! আমি যখন রবীন্দ্রনাথ পড়ে ভীষণ আবেগে তোমায় এঁকেছি কল্পনার রঙে, তোমায় ভালোবাসার জন্য যখন আমি মরেছি প্রচন্ড তেষ্টায়, তুমি তখন মত্ত ছিলে শরীরের রহস্য উন্মোচন করার নেশায়! ছেলে, তুমি ঠিকই পুরুষ হয়েছো- কিন্তু প্রেমিক হতে পারোনি! প্রেমিক হতে গেলে ভালোবাসতে জানতে হয়, ভালোবাসার মানুষটিকে দেবীর আসনে বসিয়ে পূজিতে হয়! প্রেমিক আর কামুক তো এক নয় গো! তুমি বরং এ জন্মে পুরুষ হয়েই রও, পরের জন্মে না হয় সাধন করে প্রেমিক হয়ো! পরের জন্মে প্রেমিক হয়ো _____বুশরা হাবিবা ছবি - Nusrat Nodi

প্রেমিকা

Image
প্রেমিকা হিসেবে আমি তোমার অযোগ্যই ছিলাম।  তোমার সামনে গেলেই  কেমন জড়সড় হয়ে যেতাম, কথা বলতে গিয়ে কেমন যেন জড়িয়ে যেতো।  তোমার পর্বতসম বিশালত্বের সামনে আমি ছিলাম অতি ক্ষুদ্র, অতি তুচ্ছ।  জানি না, হয়তো আমার সেই নগণ্যতা, সেই অজ্ঞতাকেই তোমার ভালো লাগতো।  নিজেকে উচ্চতায় দেখতে কার না ভালো লাগে!  তুমি যখন বলতে, আমি কেবল মন্ত্রমুগ্ধের মত শুনতাম,  শ্রদ্ধায় আনত হতাম।  তুমি যখন আমার অজ্ঞতাকে বাক্যবাণে বিদ্ধ করতে,  আমার দু'চোখে জল আসতো, সে জল লুকিয়ে ফেলে ভাবতাম,  এই যে তোমায় পেয়েছি নিজের করে, এই তো আমার ভাগ্য বটে।  মানুষ যেমন যত্ন করে আগলে রাখে রত্নাকর, তার চেয়েও অধিক যত্নে পুষতাম প্রেম তোমার জন্য,  নিয়ম করে যত্ন নিতাম তোমার মনের,  শত ভুলের করছো ক্ষমা, শত প্রেমের দিচ্ছো অল্প দাম।  কমটা কিসের?  গর্ব হতো।  এমন জ্ঞানী প্রেমিক আমার, তার প্রেমিকা কথা কি আর চাট্টিখানি?  জানবে লোকে, তুমি আমার।  স্বপ্নঘোরে জাল বুনতাম।  তারপর, একদিন তুমি বললে ডেকে,  শুনছো বালা, আমি কোথায়, কোথায় তুমি?  জগতজুড়ে লোকে আমায় দিচ...