পরের জন্মে প্রেমিক হয়ো

তুমি প্রেম আর কামনার মাঝের বিস্তর ফারাকটা বোঝোইনি কোনদিন!
তুমি শরীর ছুঁয়ে কামনা খুঁজেছো,
আমি একটা আঙুল ছুঁয়েও প্রেমের শিহরণে উদ্বেলিত হয়েছি।
তুমি আমার শাড়ির ভাঁজে উন্মুক্ত শরীরটুকুই খুঁজেছো,
আমি তোমার সাদা পাঞ্জাবীটার প্রেমেই কেবল মজেছি!
আমি বৃষ্টির জলে তোমায় জড়িয়ে ভেজার মাঝেই তীব্র ভালোবাসা অনুভব করেছি,
আর তুমি বুঝি কেবল বৃষ্টির জলে ভিজে আমার শরীরে লেপ্টে থাকা শাড়ির প্রতিই কামুক!
আমি যখন রবীন্দ্রনাথ পড়ে ভীষণ আবেগে তোমায় এঁকেছি কল্পনার রঙে,
তোমায় ভালোবাসার জন্য যখন আমি মরেছি প্রচন্ড তেষ্টায়,
তুমি তখন মত্ত ছিলে শরীরের রহস্য উন্মোচন করার নেশায়!

ছেলে, তুমি ঠিকই পুরুষ হয়েছো-
কিন্তু প্রেমিক হতে পারোনি!
প্রেমিক হতে গেলে ভালোবাসতে জানতে হয়,
ভালোবাসার মানুষটিকে দেবীর আসনে বসিয়ে পূজিতে হয়!
প্রেমিক আর কামুক তো এক নয় গো!
তুমি বরং এ জন্মে পুরুষ হয়েই রও,
পরের জন্মে না হয় সাধন করে প্রেমিক হয়ো!

পরের জন্মে প্রেমিক হয়ো
_____বুশরা হাবিবা

ছবি - Nusrat Nodi

Comments

Popular posts from this blog

💔অনেকেই প্রশ্ন করেন প্রাক্তন কাকে বলে...??

কালী পুজোর ইতিহাস

অভিমান!