অভিমান!
এভাবে বেঁচে থাকার নামে
রোজ রোজ যে দুঃখ গিলছি
কই তুমিতো একবার খোঁজও নিলে না ।
অবশ্য আমি জানি তোমার ফেইক আইডি, অমুকের মারফত, তমুকের মারফত ঠিকি খোঁজ নিচ্ছো, কষ্ট পাচ্ছ।
মহামারি পৃথিবীর সব কিছুকে নাড়িয়ে দিল
কিন্তু আমাদের অভিমান!
তার কাছে সব কিছু নস্যি।
সেই সকাল থেকে মধ্যরাত পর্যন্ত
ভালো আছি, ভালো আছি, অনলাইন, অফলাইন উত্তর দিতে দিতে আমি ভীষণ ক্লান্ত
আমি কি সত্যিই ভালো আছি?
আমি এভাবে ভালো থাকার মিথ্যে গল্প আর বয়ে বেড়াতে পারছি না।
আমার না হয় ভীষণ জেদ, আমি না হয় ভুল করেছি
Comments
Post a Comment