সোস্যাল মিডিয়ার সবুজ বাতি
আপনার নামের পাশে সবুজ বাতি দেখে আমার অন্তর কেঁপে উঠে।
মনে হয়,এই বুঝি আপনি আমাকে মনে করলেন।
আপনার সবুজ বাতিটা না নেভা পর্যন্ত আমিও অফলাইন হতে পারি না।
যদি আপনি একবার হলেও মেসেজ দেন,আর আমি সাথে সাথে জবাব দিতে না পারি।
মেপে মেপে ঘন্টা দুয়েক পরেও যখন আপনার মেসেজ আসে না,তখন আমি নিজেকে বুঝাই,আপনি মনে হয় মহা ব্যস্ত।
ভুলেই হয়তো সবুজ বাতি জ্বলে।
তাও আমি আমার বাতি নেভাই না,যদি আমাকে মনে পড়ে।
যদি এসে বলেন,শুনছেন আমি না ক্লান্ত ভীষণ।
আমাকে দুদন্ড শান্তি দিবেন?
নিউজফিড স্ক্রল করে যখন দেখি অন্য কারোর ছবিতে আপনার রিয়েক্ট দেখি তখন আমার বুকের ভেতর ঝড় বয়ে যায়।
মনে হয় এই বুঝি আপনাকে হারিয়ে ফেললাম।
আমার মন খারাপের ডে দেখার পরেও আপনি যখন রিয়েক্ট দেন না তখন আমি ঠিকই বুঝি আপনি আমার জন্য না।
গুনে গুনে যখন দেখায় আপনি ঠিক দুই মিনিট আগে একটিভ ছিলেন,
তখন আমার ভেতরটা কতটা পোড়ায় আপনি জানেন না।
মনে হয় কেন আমি অফলাইন ছিলাম!
সারাদিন কাটার পরেও যখন আপনার একটা মেসেজও না আসে,
তখন আমি ঠিকই বুঝি আপনি আমার জন্য না।
সাথে সাথে রিপ্লাই দেয়া মেসেজ যখন আপনি ঘন্টার পর ঘন্টা সিন করে রেখে রিপ্লাই দেন হুম,
তখনই আমি ঠিকই বুঝি আপনি আমার জন্য না।
কিন্তু তাও আপনার সবুজ বাতি দেখতে আমার ভালোলাগে।
আপনাকে অনলাইন দেখতে আমার ভালোলাগে।
আমার মনে হয় এই বুঝি আপনি আমায় খুঁজলেন।
সোস্যাল মিডিয়ার সবুজ বাতি
Comments
Post a Comment