আজ কলকাতা শহরের জন্মদিন।
আজ কলকাতা শহরের জন্মদিন।
আজ থেকে ৩৩০ বছর আগে, ১৬৯০ সালের ২৪শে অগাস্ট জব চার্নক কলকাতায় পদার্পণ করেন বলে কথিত আছে।
কিন্তু অনেকেই জানেন না, পাকাপাকিভাবে কলকাতায় চলে যাওয়ার আগে চার্নক ছিলেন হুগলির ব্রিটিশ কুঠির 'সিনিয়ার মার্চেন্ট'। আজ যেখানে হুগলি জেলা সংশোধনাগার অবস্থিত, এককালে ঠিক সেখানেই ছিল বাংলার বুকে তৈরি হওয়া ব্রিটিশদের প্রথম কুঠি, আর এই কুঠিরই প্রধান ছিলেন জব চার্নক। এখানেই ব্রিটিশ পণ্যের উপর অতিরিক্ত শুল্ক চাওয়া ও ব্রিটিশদের পণ্যবাহী নৌকাকে মুঘল পুলিশদের বারবার আটক করাকে কেন্দ্র করে হুগলির চকবাজারে অবস্থিত অধুনা লুপ্ত মুঘল দুর্গের ফৌজদারের সাথে চার্নকের বিবাদ বাধে। চার্নকের সেনারা মুঘল বাজারে আগুন লাগিয়ে দেয় ও মুঘল সওদাগরি নৌকা আটক করে। ফলে বিবাদ ক্রমে যুদ্ধের দিকে মোড় নেয়। মুঘল সেনারা ব্রিটিশদের কুঠি আক্রমণ করে ও দু পক্ষেই বহু হতাহত হয়। প্রথম দিকে ব্রিটিশরা সেনাবলে এগিয়ে থাকলেও পরে মুঘল সেনার একটি বড় রিইনফোর্সমেন্ট হুগলি এসে পৌঁছলে চার্নক বুঝতে পারেন যে পরিস্থিতি আর সুবিধের নয়। অতএব তিনি ১৬৯০ সালে রণে ভঙ্গ দিয়ে হুগলির কুঠি ত্যাগ করে পালিয়ে যান এবং গঙ্গার ভাঁটিতে প্রায় ৫০ কিলোমিটার দূরে মুঘল, ওলন্দাজ ও ফরাসীদের থেকে নিরাপদ দূরত্বে সুতানুটি গ্রামকে বসবাস নতুন কুঠি নির্মাণের আদর্শ স্থান হিসাবে বেছে নেন। বাকিটা ইতিহাস!
চার্নক হুগলি ত্যাগ করার পর হুগলির ব্রিটিশ কুঠিটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। ১৭৬৫ সালে বক্সার যুদ্ধে বাংলার দেওয়ানি লাভ করার পরে প্রায় একশ বছর পর ব্রিটিশরা আবার হুগলিতে ফিরে আসে ও ১৮১৭ সালে এই আগেরকার কুঠির স্থানে তৈরি হয় হুগলি জেলখানা।
Comments
Post a Comment